ওয়েব ডেস্ক: ফের শুটআউট (Shootout)! আর এবার বীরভূমে (Birbhum)। রবিবাসরীয় দুপুরবেলা শুটআউট (Shootout)। গুলি করে খুন করা হল বীরভূমের (Birbhum) পাথর ব্যবসায়ীকে। বীরভূমের রামপুরহাট (Rampurhat) থানার শালবাদরা জাতীয় সড়কের ঘটনা। ব্যবসায়ী পেমেন্ট নিতে যাচ্ছিলেন, আর সেই সময় তাঁকে গুলি করে খুন করা হয়। দুষ্কৃতীরা গুলি করে খুন করে তাঁকে।
প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে গুলি করে খুন করা হল। ব্যবসায়ীকে লক্ষ্য করে খুন করা হয় পাথর ব্যবসায়িকে। দিনেদুপুরে রাস্তায় ব্যবসায়িকে গুলি করে খুন করায় রাস্তায় নেমে অবরোধ করছেন স্থানীয় বাসিন্দারা। দিনেদুপুরে এমন ঘটনায় সকলেই আতঙ্কিত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন: মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত ৩০০ দোকান ও বাড়ি, জমা পড়ল বিস্তারিত রিপোর্ট
কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটল? ব্যবসায়িক শত্রুতার কারণেই কি খুন করা হল পাথর ব্যবসায়িকে? এখনও তা স্পষ্ট নয়। জানা যাচ্ছে, পয়েন্ট ব্লাক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় পাথর ব্যবসায়ী সুদীপ বাক্সিকে। বীরভূমে এমন ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
বীরভূমের জেলা পুলিশ সুপার আমনদ্বীপ সিং তিনি জানিয়েছেন, ‘প্রত্যক্ষদর্শীদের দাবি, পাথর কাটার যারা কাজ করেন তাদের সাপ্তাহিক পেমেন্ট করতে গিয়েছিলেন পাথর ব্যবসায়ী। সেখানে টাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করে। পর পর দুটি গুলি ছোড়া হয়। আর তারপর খুব কাছ থেকেই তাঁকে গুলি করে খুন করা হয়’।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে রামপুরহাট পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনীয়র পক্ষ থেকে। জানা যাচ্ছে, দুষ্কৃতীরা গুলি ছুঁড়ে ঝাড়খণ্ডের দিকে বাইক নিয়ে চম্পট দেয়।
দেখুন অন্য খবর